বিজ্ঞাপন
বুধবার, মার্চ ১২, ২০২৫
বুধবার, মার্চ ১২, ২০২৫

তুরস্কের কোচ গ্রুপ বাংলাদেশের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

তুরস্কের কোচ গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তারা অত্র অঞ্চলের ব্যবসায়িক সম্পর্ক শক্তিশালী করতে ঢাকা সফর করেছেন তুরস্কের শীর্ষস্থানীয় বিনিয়োকারী কোম্পানি, কোচ হোল্ডিং, তাদের সহযোগী প্রতিষ্ঠান বেকো এবং আইগ্যাসএর উচ্চপদস্থ নির্বাহী কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ সফরের মাধ্যমে বাংলাদেশের প্রতি তাদের বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। প্রতিনিধি দলে ছিলেন কোচ হোল্ডিংএর সিইও মিস্টার লেভেন্ত চাকিরোলু; কোচ হোল্ডিংএর কনজিউমার ডিউরেবলস গ্রুপের প্রেসিডেন্ট ড. ফাতিহ কেমাল এবিচলিওলু; কোচ হোল্ডিংএর এনার্জি গ্রুপের প্রেসিডেন্ট মিস্টার ইয়াগিজ ইউবোলু; আইগ্যাসের জেনারেল ম্যানেজার মিস্টার মেলিহ পয়রাজ; বেকোএর তুরস্ক ও দক্ষিণ এশিয়ার প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মিস্টার জান ডিনচার; বেকোএর চিফ মার্কেটিং অফিসার মিস্টার আকিন গারজানলি; বেকোএর চিফ সাসটেইনেবিলিটি, কোয়ালিটি ও কাস্টমার কেয়ার অফিসার মিস্টার ফাতিহ ওজকাদি এবং বেকোএর এশিয়াপ্যাসিফিক অঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মিস্টার জাফের উস্তুনের।

তুরস্কের কোচ গ্রুপের কনজ্যুমার ডিউরেবল ব্যবসার ফ্লাগশিপ প্রতিষ্ঠান বেকো।

সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, বেকো’র একটি অঙ্গপ্রতিষ্ঠান। সিঙ্গার বাংলাদেশের উচ্চপদস্থ নির্বাহীরা এই সফরের আয়োজক ছিলেন। এছাড়া, ইউনাইটেড আইগ্যাস এলপিজি, যা ইউনাইটেড এন্টারপ্রাইজেস এবং আইগ্যাসএর যৌথ উদ্যোগ, এই সফরের অন্যতম অংশীদার ছিল।

উল্লেখ্য, আইগ্যাস – কোচ গ্রুপের এনার্জি সেক্টরের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। এই সফর বাংলাদেশের ব্যবসা সম্প্রসারণের প্রতি কোচ গ্রুপের দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি এবং এই অঞ্চলে ব্যবসায়িক সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি প্রতিফলিত করে।

বাংলাদেশের বিভিন্ন খাতে সম্ভাবনাময় প্রবৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে, কোচ হোল্ডিংএর সিইও লেভেন্ত চাকিরোলু বলেন, “কোচ গ্রুপে আমাদের মূলনীতি হলো ধারাবাহিকতা বজায় রাখা, আমাদের অংশীদারদের সঠিক মূল্যায়ন করা, বিশ্ববাজারে উপস্থিতি সম্প্রসারণ ও বৈচিত্র্যময় করা এবং গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনকে অগ্রাধিকার দেওয়া। আমরা বিশ্বব্যাপী ভবিষ্যতের শিল্প খাতগুলোর বিকাশে দৃঢ় প্রতিজ্ঞ। গত পাঁচ বছরে, আমরা টেকসই প্রবৃদ্ধি, প্রযুক্তিগত উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি সমৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে বিশ্বব্যাপী সম্মিলিতভাবে ১৪ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করেছি।

বাংলাদেশ এবং বৃহত্তর দক্ষিণ এশিয়া অঞ্চল আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। ভোক্তা টেকসই পণ্য (কঞ্জুমার ডিউরেবল) এবং জ্বালানি খাতে স্থানীয় উৎপাদন, গবেষণা ও উন্নয়ন (R&D) এবং সম্ভাব্য রপ্তানি কেন্দ্র হিসেবে এই অঞ্চলের ব্যাপক সুযোগ রয়েছে। বাংলাদেশের প্রতি আমাদের প্রতিশ্রুতি দৃঢ়, এবং আমরা ভবিষ্যতেও প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে, কার্যক্রম উন্নত করতে এবং দেশের শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে অঙ্গীকারবদ্ধ।”

সফরে প্রতিনিধি দল নবনির্মিত সিঙ্গার বাংলাদেশ লিমিটেড – হোম অ্যাপ্লায়েন্স প্ল্যান্ট পরিদর্শন করেন, যা বাংলাদেশে কোচ হোল্ডিংএর গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত। এটি অত্যাধুনিক প্রযুক্তি, কার্যক্ষমতার উৎকর্ষতা এবং দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টির প্রতি গ্রুপটির প্রতিশ্রুতি তুলে ধরে। এছাড়াও প্রতিনিধি দল ইউনাইটেড আইগ্যাস এলপিজি পরিদর্শন করেন, যা বাংলাদেশে পরিষ্কার ও কার্যকর জ্বালানি সমাধানের প্রসার ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশের ক্রমবর্ধমান ভোক্তাপণ্য শিল্প (কঞ্জ্যুমার গুডস ইন্ডাস্ট্রি) নগরায়ণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির দ্বারা চালিত। এ বিষয়ে আলোকপাত করে কোচ হোল্ডিংএর কঞ্জ্যুমার ডিউরেবলস গ্রুপের প্রেসিডেন্ট ড. ফাতিহ কেমাল এবিচলিওলু বলেন, “বাংলাদেশে প্রবেশের পর থেকে আমাদের লক্ষ্য শুধু ব্যবসা সম্প্রসারণই নয়, বরং দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে অর্থবহ অবদান রাখা। সিঙ্গার বাংলাদেশ লিমিটেড অধিগ্রহণের মাধ্যমে, আমরা সফলভাবে বেকোএর বৈশ্বিক অভিজ্ঞতাকে সিঙ্গারের ১২০ বছরের ঐতিহ্য, গভীর স্থানীয় জ্ঞান এবং বিস্তৃত পরিবেষণ নেটওয়ার্কের সাথে একীভূত করেছি, যার লক্ষ্য ভোক্তা টেকসই পণ্য শিল্পকে আরও সমৃদ্ধ করা এবং বাংলাদেশি ভোক্তাদের জীবনমান উন্নত করা। এই সমন্বয় খুচরা বাজারে আমাদের অবস্থান শক্তিশালী করেছে, কর্মীদের অভিজ্ঞতা উন্নত করেছে এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করেছে। ২০১৯ সাল থেকে, আমরা সিঙ্গার বাংলাদেশে ১৪৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছি, যার মধ্যে সর্বশেষ ৭৮ মিলিয়ন ডলার বিনিয়োগ করে নতুন কারখানা স্থাপন করা হয়েছে, যা ৪,০০০ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। এটি দেশের প্রতি আমাদের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। আমাদের লক্ষ্য সিঙ্গারকে বাংলাদেশের শীর্ষ ভোক্তা টেকসই পণ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করা। ভবিষ্যতে, আমরা শিল্প বিকাশকে ত্বরান্বিত করবো, বিশ্বমানের রিটেইলিং অভিজ্ঞতার ভিত্তিতে গ্রাহকসেবা উন্নত করবো এবং এই খাতে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও এগিয়ে নিয়ে যাব।”

কোচ গ্রুপ বাংলাদেশে অত্যাধুনিক প্রযুক্তির বিকাশ, স্থানীয় দক্ষতা উন্নয়ন এবং উন্নতমানের পণ্য ও সেবা প্রদান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা দেশের সমৃদ্ধিতে ভূমিকা রাখবে। গ্রুপটি বাংলাদেশে তাদের কার্যক্রম সম্প্রসারণের ধারাবাহিকতায় এই অঙ্গীকার বজায় রেখেছে। কোচ হোল্ডিং কৌশলগত অংশীদারিত্ব এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়, যাতে তারা বাংলাদেশের উন্নয়নযাত্রায় একজন বিশ্বস্ত ও মূল্যবান অংশীদার হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে পারে।

সিঙ্গার বাংলাদেশ লিমিটেডএর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম.এইচ.এম. ফাইরোজ বলেন, “সিঙ্গার বাংলাদেশ ভোক্তা টেকসই পণ্য শিল্পের পথপ্রদর্শক এবং দেশের অন্যতম বৃহৎ রিটেইলার। গ্রাহকদের প্রয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা আমাদের ব্যবসা রূপান্তর করছি, যাতে বেকোএর বিশ্বমানের রিটেইল এক্সপেরিয়েন্স বাংলাদেশের ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া যায়।

আমরা এখন আমাদের রূপান্তর অভিযাত্রার সর্বোচ্চ পর্যায়ে রয়েছি, যা উৎপাদন, রিটেইল অভিজ্ঞতা এবং কর্মপরিবেশে গুরুত্বপূর্ণ পরিবর্তনের মাধ্যমে সম্ভব হয়েছে। আমাদের রিটেইলিংএর এই রূপান্তর সারাদেশের সকল টাচপয়েন্টে বাস্তবায়িত হবে, যাতে বাংলাদেশি ভোক্তারা এক নতুন মাত্রার অভিজ্ঞতা লাভ করতে পারেন। আমরা বিক্রয়োত্তর সেবা, দক্ষতা উন্নয়ন, আইটি সহায়তা এবং সামগ্রিক কার্যক্ষমতা বৃদ্ধি করতেও কাজ করছি। সিঙ্গার বাংলাদেশকে দেশের শীর্ষ ব্র্যান্ডে পরিণত করার লক্ষ্যে আমরা উদ্ভাবন, টেকসই উন্নয়ন এবং গ্রাহকদের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।”

বাংলাদেশতুরস্ক বাণিজ্যিক সম্পর্ক জোরদার করছে কোচ গ্রুপ। কোচ গ্রুপের কার্যক্রম তুরস্ক ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উভয় দেশ পারস্পরিক মূল্যবোধ ও শ্রদ্ধার বন্ধনে আবদ্ধ, যা এই সহযোগিতাকে আরও সমৃদ্ধ করেছে। ২০২৪ সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১.৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে, এবং তুরস্ক ও বাংলাদেশ যৌথভাবে এই বাণিজ্য ২ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে।

আল

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More