চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ মুসলিমপ্রধান দেশে পবিত্র রমজান মাস শুরু কবে তা জানা যাবে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায়।
মক্কার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছে সৌদি আরব।
যে সময় মক্কায় সন্ধ্যা ৬টা বাজবে তখন বাংলাদেশে সময় হবে রাত ৯টা। ফলে তখনই জানা যাবে হিজরি ১৪৪৬ সালের রমজান মাস কবে শুরু হবে।
সৌদি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট প্রতিবেদন মতে, শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে রোজা শুরু হবে শনিবার (১ মার্চ) থেকে। আর চাঁদ না দেখা গেলে রোজা শুরু হবে রবিবার (২ ফেব্রুয়ারি)।
উল্লেখ্য, হিজরি বর্ষপঞ্জির নবম মাস পবিত্র রমজান। চাঁদের ওপর নির্ভর করে হিজরি মাস গণনা করা হয়। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে রমজান মাস শুরু হয়।
এসএ