হবিগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী সাজেদুল ইসলাম নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টায় শায়েস্তাগঞ্জের অলিপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেনা সদস্য সিলেট সেনানিবাসে কর্মরত ছিলেন। তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার যদুমনি গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গত ২৬ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৩০ দিনের বাৎসরিক ছুটিতে গ্রামের বাড়িতে ছিলেন। ছুটি শেষে তিনি সিলেট কর্মস্থলে যোগ দেয়ার জন্য মোটরসাইকেল যোগে রওয়ানা দেন। পথে শায়েস্তাগঞ্জ উপজেলায় অলিপুর নামক স্থানে পৌছলে একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বলেন, ‘অলিপুরে বাদশা কোম্পানীর কাছে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সেনা সদস্যের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ হবিগঞ্জ জেলা সদর হাসপাাতাল মর্গে রয়েছে।
আখলাছ আহমেদ প্রিয়/এজে/দীপ্ত সংবাদ