যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শপথ নেন ট্রাম্প। তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জন রবার্টস।
এ নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে শপথ পড়ালেন। সোমবার ট্রাম্পের সঙ্গে তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও শপথ নিয়েছেন।
শপথগ্রহণের পর উদ্বোধনী ভাষণ দেয়ার কথা রয়েছে নতুন প্রেসিডেন্টের। এই ভাষণে ট্রাম্প আগামী চার বছরে তার পরিকল্পনার রূপরেখা তুলে ধরবেন।
তবে গত কয়েক বছর ক্যাপিটল হিলের পশ্চিম লনে মার্কিন প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠান হলেও এবার সেটি হচ্ছে ক্যাপিটল রোটুন্ডায়। এছাড়া প্রেসিডেন্সিয়াল প্যারেড ও সংগীতানুষ্ঠান হবে ইনডোর ভ্যানু ক্যাপিটল ওয়ান এরিনায়। ওয়াশিংটন ডিসিতে প্রচণ্ড ঠান্ডার কারণে নতুন করে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।
ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়েছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং তার প্রেমিকা লরেন সানচেজ। ক্যাপিটল ভবনে অতিথিদের আসনে বিশ্বের শীর্ষ ধনী ও ট্রাম্পের ঘনিষ্ট মিত্র ইলন মাস্কও হাজির হয়েছেন।