এমবিবিএস (ব্যাচেলর অব মেডিসিন, ব্যাচেলর অব সার্জারি) ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় পাস করা ১৯৩ জন শিক্ষার্থীর ফলাফল আপাতত ২৯ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
সোমবার (২০ জানুয়ারি) বিকেলে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ২৯ জানুয়ারির মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় পাস করা শিক্ষার্থীদের কাগজপত্র যাচাই–বাছাই করা হবে। সে জন্য তাদের কাগজপত্র অনলাইনে চাওয়া হয়েছে। এরপর নেয়া হবে সাক্ষাতকার। এরপর প্রকাশ করা হবে চূড়ান্ত ফল।
২০২৪–২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় আসন ৫ হাজার ৩৮০টি। এরমধ্যে মুক্তিযোদ্ধা কোটায় বরাদ্দ ২৬৯ আসন। তবে, ৪০ নম্বর পেয়ে পাস করেছে ১৯৩ জন।
উল্লখ্য, শুক্রবার (১৭ জানুয়ারি) দেশের সরকারি–বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের ১৯টি কেন্দ্রের একাধিক ভেন্যুতে এ পরীক্ষা হয়। এর দুদিন পর গতকাল রবিবার (১৯ জানুয়ারি) মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
এসএ