১৫ মাসের নজিরবিহীন হামলায় ৪৬ হাজার ফিলিস্তিনির প্রাণহানির পর, অবশেষে কাংক্ষিত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস।
বুধবার (১৫ জানুয়ারি) কাতারের দোহায় যুদ্ধবিরতির চুক্তিতে দুই পক্ষ ঐকমত্যে পৌঁছায় বলে জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যম।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছেন। এই চুক্তির আওতায় গাজায় সংঘাত বন্ধের পাশাপাশি, উপত্যকাটিতে হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্তির পথও খুলবে। যুদ্ধবিরতি কার্যকর হবে আগামী রবিবার থেকে।
এক্ষেত্রে মধ্যস্থতা করছে কাতার ও মিশর। আশার আলো দেখাচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। আর বাইডেন প্রশাসন জানিয়েছে, শান্তি ফেরাতে কাজ চলছে দলবদ্ধভাবে।
জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, এই চুক্তি গাজায় যুদ্ধ বন্ধ করবে, ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের জন্য জরুরি মানবিক সহায়তা বৃদ্ধি করবে এবং ১৫ মাসেরও বেশি সময় ধরে বন্দী থাকার পর জিম্মিদের সঙ্গে তাঁদের পরিবারের পুনর্মিলন ঘটাবে। এদিকে, যুদ্ধবিরতি চুক্তির মধ্যেও গাজায় ইসরাইলি বর্বরতা অব্যাহত রয়েছে। এতে ৩০ জনের প্রাণ গেছে।
আল