ইট–পাথরের কনক্রিটের শহর ঢাকায় জেকে বসেছে কনকনে শীত। গত কয়েকমাস দেশের উত্তরাঞ্চলে হিমেল বাতাস ও ঘন কুয়াশায় শীতের প্রকোপ থাকলেও ঢাকার আবহাওয়া ছিল উষ্ণ। এবার শীতের প্রভাব টের পাচ্ছে রাজধানীবাসী।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গতকাল বুধবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার ছিল ১৫ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ও সোমবার ছিল ১৮ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।
সরেজমিনে রাজধানীর মহাখালী, ফার্মগেট, বিজয়স্মরণী, আগারগাঁও, মিরপুর, গুলিস্তান, রামপুরা, বনশ্রী, বাড্ডা, মালিবাগ, মগবাজার, রামপুরা ও তেজগাঁও এলাকা ঘুরে দেখা গেছে, শীতে রীতিমতো জুবুথবু নিম্ন আয়ের মানুষজন। কনকনে ঠান্ডায় কাঁপুনিতে খেটে খাওয়া মানুষের জীবন–জীবিকা চরমভাবে ব্যাহত। দিনমজুরেরা কাজের ফাঁকে উষ্ণতার খোঁজে আগুন পোহাতে বাধ্য হচ্ছেন।
এদিকে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।