দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৫ রানে হারিয়ে, এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করলো স্বাগতিকরা। এ ম্যাচে ক্যারিয়ারের প্রথম শতক পান মেহেদী হাসান মিরাজ।
নাটকীয়তায় ভরা ম্যাচ। এর মূলে বাংলাদেশের ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়া। তাও আবার রোহিত শর্মার। কিন্তু শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমানের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ২৬৬ রানে থামে ভারত। টাইগাররা পায় ৫ রানের জয়। আর এতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিলো লিটন দাসের বাহিনী।
ভারতের বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয়বার ওয়ানডে সিরিজ জয়। ২০১৫ সালে প্রথমবার এই সাফল্য পায় টাইগাররা।
বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে, শুরুতেই চাপে পড়ে ভারত। এবাদত-সাকিব-মিরাজদের বোলিংয়ে ৬৫ রানে ৪ উইকেট হারায় সফরকারীরা। তবে পঞ্চম উইকেটে, অক্ষর প্যাটেল আর শ্রেয়াস আইয়ারের ১০৭ রানের দারুণ জুটিতে, ঘুড়ে দাঁড়ায় তারা। কিন্তু এবাদত ৫৬ রান করা প্যাটেলকে, আর মিরাজ ৮২ রান করা আইয়ারকে সাজঘরে পাঠালে, ফের চাপে পড়ে ভারত।
ফিল্ডিংয়ের শুরুতেই আঙুলে চোট পাওয়া রোহিত ব্যান্ডেজ নিয়েই ব্যাটিংয়ে নামেন। শেষ দিকের ব্যাটারদের নিয়ে ঝড়ো ইনিংস খেলে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন তিনি। অবশ্য শেষ ওভারে ২০ রান নিতে ব্যর্থ হন ভারতের দলনেতা। এতে ৯ উইকেটে ২৬৬ রানে থামে তাদের ইনিংস।
এর আগে ৭ উইকেটে ২৭১ রান সংগ্রহ করে বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ে পরা দলটি লড়াইয়ের পুঁজি পায় মিরাজ ও মাহমুদউল্লাহ’র ১৪৮ রানের জুটিতে ভর করে। ৭৭ রান করে মাহমুদউল্লাহ ফিরলেও, মিরাজ হাঁকান ক্যারিয়ারের প্রথম শতক। শেষ দিকে নাসুমকে নিয়েও গড়েন অপরাজিত ৫৪ রানের জুটি।