ফেনী ইউনিভার্সিটির ইইই বিভাগের নতুন শিক্ষার্থীদের বরণ ও গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে নবীন বরণ ও বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলনায়তনে শুক্রবার (৯ জুন) সকালে অনুষ্ঠিত বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. জামালউদ্দীন আহমদ। এতে সভাপতিত্ব করেন ফেনী ইউনিভার্সিটির ইইই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে নবীনদের ফুল দিয়ে বরণ ও বিদায়ীদের ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে জামালউদ্দীন আহমদ বলেন, ইইই হলো ইঞ্জিনিয়ারিং সেক্টরের সবচেয়ে চাহিদাবহুল বিভাগ। বর্তমানে এই বিভাগের চাহিদা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তিনি নবীন এবং বিদায়ী শিক্ষার্থীদের ইইই বিভাগে ক্যারিয়ার গঠন নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন।
তিনি বলেন, আবিষ্কারের নেশায় মত্ত হওয়ার বিষয় হলো এই ইইই। বিদ্যুৎ, গ্যাস বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে টেলিকমিউনিকেশন, কম্পিউটার ফার্মসহ নানা ক্ষেত্রেই দক্ষ তড়িৎ প্রকৌশলীর কদর রয়েছে। শুধু তাই নয়, দেশের পাশাপাশি বিদেশেও রয়েছে উচ্চমাত্রার চাহিদা।
পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আবদুল্লাহ আল–মামুন/এমি/দীপ্ত নিউজ