বুধবার, অক্টোবর ১, ২০২৫
বুধবার, অক্টোবর ১, ২০২৫

৯৯% সম্পদ দান করবেন বিল গেটস, সন্তানদের জন্য মাত্র ১%

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস জানিয়েছেন, তার বিপুল সম্পদের ৯৯ শতাংশেরও বেশি তিনি দান করে দেবেন এবং সন্তানদের জন্য রেখে যাবেন মাত্র ১ শতাংশেরও কম। তিনি বিশ্বাস করেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের ওপর নির্ভরশীল হওয়ার চেয়ে সন্তানদের নিজের প্রচেষ্টায় সফল হওয়া উচিত।

সম্প্রতি ‘ফিগারিং আউট উইথ রাজ শর্মা’ পডকাস্টে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা এ কথা বলেন।

গেটস বলেন, ধনীদের সন্তানদের প্রতি দৃষ্টিভঙ্গি এবং সম্পদ ভাগাভাগির সিদ্ধান্ত মূলত পরিবারের মূল্যবোধের ওপর নির্ভর করে।

তিনি বলেন, এটা একেকজনের নিজস্ব সিদ্ধান্ত। আমার ক্ষেত্রে, সন্তানরা চমৎকার শিক্ষা ও সুযোগ পেয়েছে, কিন্তু সম্পদের এক শতাংশেরও কমই পাবে।

বিল গেটসের ভাষ্য, এটা কোনো রাজবংশ নয়, আমি তাদের মাইক্রোসফট চালাতে বলছি না। আমি চাই তারা নিজেরা উপার্জন করুক, নিজেদের পথ গড়ে তুলুক।”

বিল গেটস এবং তার সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের তিন সন্তান, ররি গেটস, জেনিফার গেটস নাসার ও ফিবি গেটস।

৬৯ বছর বয়সি এই ধনকুবের জানান, তিনি চান না তার সন্তানেরা বাবার ভাগ্যবান জীবন ও সাফল্যের ছায়ায় ঢাকা পড়ে যাক, বরং নিজেরাই হয়ে উঠুক গুরুত্বপূর্ণ ব্যক্তি।”

তবে তিনি এটাও বলেন, আপনার সন্তানদের প্রতি ভালোবাসা এবং সহায়তা যেন কখনো বিভ্রান্তিকর না হয়। তাদের উচিত শুরু থেকেই বুঝে ফেলা যে তারা অসাধারণ সুযোগ পাচ্ছে, তবে নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে।

আল

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More