ফেনীতে ৮ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় নজরুল ইসলাম (৩৯) নামের এক মাদক কারবারীকে ৩ বছরের সাজা দিয়েছেন আদালত। রোববার ( ৩০ এপ্রিল) ফেনীর অতিরিক্ত দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফের আদালতে এ রায় ঘোষণা করা হয়।
রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্ত আসামী নজরুল পলাতক ছিলেন। দন্ডপ্রাপ্ত নজরুল ইসলাম ফেনী সদর উপজেলার মধুপুর গ্রামের জিলানী বাড়ির আবু আহম্মদের ছেলে।
মামলার এজহার ও আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১১ সালের ২৭ জুন রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ফেনী শহরের রাজাঝির দীঘির দক্ষিণ পাড়ে অভিযান চালায়। অভিযানে রাত সাড়ে ১০টার দিকে লাভ মার্কেটের দ্বিতীয় তলা থেকে ৮ বোতল ফেনসিডিলসহ নজরুল ইসলামকে আটক করা হয়। পরদিন গোয়েন্দা পুলিশের এসআই মোহাম্মদ আলী বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে এসআই মনির হোসেন একই বছরের ৮ আগস্ট আদালত অভিযোগপত্র জমা দেন।
আদালতের এপিপি দিজেন্দ্র কুমার কংশ বণিক জানান, আদালত এ মামলায় ৪ জনের সাক্ষ্য গ্রহন শেষে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে রবিবার রায় ঘোষণা করেন। রায়ে একমাত্র আসামী নজরুল ইসলামকে ৩ বছরের কারাদন্ড, ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়। রায় ঘোষণার আগেই নজরুল ইসলাম জামিনে গিয়ে পলাতক থাকেন।
আল/দীপ্ত সংবাদ