৮২ বছর বয়সেও নিয়মিত ফটোগ্রাফি করছেন রাশিয়ার গ্যালিনা জাবেলিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় এই রাশিয়ান ফটোগ্রাফার।
রাশিয়ার দক্ষিণাঞ্চলের শহর ক্রাসনোদারের বাসিন্দা গ্যালিনা জাবেলিনা। বয়স ৮২ বছর। ৪০ বছর ধরে পড়ান কুবান স্টেট ইউনিভার্সিটিতে। ফটোগ্রাফির প্রতি আলাদা ঝোঁক থাকায়, হরহামেশাই ক্যামেরা নিয়ে রাস্তার নেমে পড়েন গ্যালিনা। ছবি তুলে দেন পথচারীদের।
প্রথমে পেইন্টিং ও আঁকার প্রতি আগ্রহ ছিল তার। পরবর্তীতে ছেলের ক্যামেরা দিয়ে শুরু করেন ফটোগ্রাফি।
রাশিয়ান ফটোগ্রাফার গ্যালিনা জাবেলিনা বলেন, ‘কলেজে পড়ার সময় আমার ছেলের ফটোগ্রাফির কোর্স ছিল। সে সময় তাকে একটি ক্যামেরা কিনে দেই। পরে এটি বাসায়ই পড়ে ছিল। একদিন ছবি তোলা শুরু করি। এরপর থেকে ক্যামেরা ছাড়া কখনোই আর রাস্তায় বের হইনি।‘
মানুষের ছবি তোলা ছাড়াও প্রকৃতি, মেঘ, সূর্যের ছবি তুলতে বেশি ভালোবাসেন গ্যালিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যামেরা হাতে তার একটি ছবি শেয়ার হলে, মূহুর্তেই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ১৪ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে গ্যালিনা জাবেলিনার।
আফ/দীপ্ত সংবাদ