দীর্ঘ ৪৪ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর নেতৃত্বে ফিরল ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে প্রকাশিত ফলাফলে সংগঠনটির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ ভিপি (সহসভাপতি) ও জিএস (সাধারণ সম্পাদক) পদসহ ২৬টির মধ্যে ২৪টি পদে জয়ী হয়েছে।
ভোর সাড়ে ৪টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, শান্তিপূর্ণ পরিবেশে ও উৎসবমুখর অংশগ্রহণের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ভিপি (সহসভাপতি) পদে ছাত্রশিবিরের প্যানেলের প্রার্থী মো. ইব্রাহিম হোসেন ৭ হাজার ৯৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি সংগঠনটির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি এবং ইতিহাস বিভাগের এমফিলের শিক্ষার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাজ্জাদ হোসেন পেয়েছেন ৪ হাজার ৩৭৪ ভোট।
জিএস (সাধারণ সম্পাদক) পদে একই প্যানেলের সাঈদ বিন হাবিব ৮ হাজার ৩১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক এবং ইতিহাস বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের মো. শাফায়াত পেয়েছেন ২ হাজার ৭৩৪ ভোট।
২৬টি পদের মধ্যে একমাত্র এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে ছাত্রদলের প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান ৭ হাজার ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে শিবিরের সাজ্জাদ হোসেন পেয়েছেন ৫ হাজার ৪৫ ভোট। এছাড়া, সহ–খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী তামান্না মাহবুব। বাকি সব পদেই ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন।
চাকসু নির্বাচনে শিবিরের সর্বশেষ জয় এসেছিল ১৯৮১ সালে। ওই নির্বাচনে ভিপি হয়েছিলেন জসিম উদ্দিন সরকার এবং জিএস হয়েছিলেন আবদুল গাফফার। দীর্ঘ ৪৪ বছর পর আবারও শিবিরের প্রার্থীরা এই নেতৃত্বের আসনে ফিরলেন।
উল্লেখ্য, ২০২৫ সালের নির্বাচনসহ এ পর্যন্ত মাত্র সাতবার চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।