যৌতুক আইনের মামলায় তিন মাসের সশ্রম কারাদণ্ড হয়েছিলো নাছির আহাম্মদের। সেই সাজা থেকে বাঁচতে ১০ বছর তিনি পালিয়ে ছিলেন। তবে শেষ পর্যন্ত পুলিশের কাছে ধরা পড়েছেন।
মঙ্গলবার (২ মে) সকালে ফেনীর সোনাগাজী উপজেলার পশ্চিম চর দরবেশ এলাকার বাড়ি থেকে নাছির আহাম্মদকে গ্রেফতার করা হয়। দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নাছির আহাম্মদ (৪৮)পশ্চিম চর দরবেশ এলাকার মো. ইলিয়াসের ছেলে।
পুলিশ জানায়, ২০১২ সালে যৌতুক আইনে নাছির আহাম্মদের বিরুদ্ধে ফেনীর আদালতে একটি মামলা হয়। ওই মামলায় তাঁকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। পরে তিনি জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান। এরপর তিনি আর আদালতে হাজির হননি। দীর্ঘ শুনানি শেষে আদালত নাছির আহাম্মদকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে।
ফেনীর আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা পাওয়ার পর নাছিরের খোঁজে মাঠে নামে পুলিশ। কিন্তু তিনি আত্মগোপনে থাকায় কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। গ্রেফতার এড়াতে তিনি প্রায়ই স্থান পরিবর্তন করতেন। কয়েক দিন আগে নাছির আহাম্মদকে ধরতে তিনি তাঁর গ্রামের বাড়িতে এবং সম্ভাব্য কয়েকটি স্থানে গিয়ে খোঁজখবর নেন।
পরে জানতে পারে, নাছির আহাম্মদ চট্টগ্রামে থাকেন। মাঝে মধ্যে রাতে বাড়িতে এসে আবার ভোর হওয়ার আগে চলে যান। ঈদের সময়ও বাড়িতে এসে দুই দিন থাকার পর আবারও চট্টগ্রামে চলে যান। পরে তাঁর মুঠোফোন নম্বর ও ছবি সংগ্রহ করে সেই নম্বরের সূত্র ধরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
সোনাগাজী মডেল থানার ওসি মো. খালেদ হোসেন দাইয়ান বলেন, সাজাপ্রাপ্ত নাছিরকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।
এমি/দীপ্ত সংবাদ