শ্রীপুরে ‘বলাকা কমিউটার‘ ট্রেনের বিকল ইঞ্জিনটি উদ্ধারের ২ ঘণ্টা পর ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিকল হওয়া ইঞ্জিনটি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. শামীম বলেন, বিকল ইঞ্জিন উদ্ধারের পর নতুন একটি ইঞ্জিন দিয়ে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ট্রেন ছেড়ে গেছে। পর্যায়ক্রমে বাকি ট্রেনগুলোও ছেড়ে যাচ্ছে।
এর আগে, বিকাল সাড়ে ৪টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন সাতখামাইর এলাকায় ‘বলাকা কমিউটার’ ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ট্রেনটির ইঞ্জিন থেকে জ্বালানি তেল ও মবিল বেরিয়ে যায়।
এসএ