নারী ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ফিফা নারী বিশ্বকাপের ২০৩৫ সংস্করণ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার (৩ এপ্রিল) ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করেছিল। তবে শেষ মুহূর্তে স্পেনের সম্ভাব্য বিড নিয়ে গুঞ্জন শোনা গেলেও তারা আনুষ্ঠানিক আবেদন জমা দেয়নি। বিডিং প্রক্রিয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর যুক্তরাজ্যের একক বিড গ্রহণ করা হয় এবং তাদেরকেই আয়োজক হিসেবে ঘোষণা করা হয়।
নারী বিশ্বকাপের ভবিষ্যৎ সংস্করণ নিয়ে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের পরিকল্পনা করেছে ফিফা। ২০৩১ সাল থেকে টুর্নামেন্টটি ৪৮ দলের পরিসরে অনুষ্ঠিত হবে, যা পুরুষ বিশ্বকাপের সম্প্রসারিত সংস্করণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
নারীদের ফুটবলে জনপ্রিয়তা ও প্রতিযোগিতামূলক মান বৃদ্ধির লক্ষ্যে ফিফা বিভিন্ন কৌশলগত পরিবর্তন আনছে বলে জানা গেছে।
যুক্তরাজ্য দীর্ঘদিন ধরে নারী ফুটবলের উন্নয়নে কার্যকর ভূমিকা রেখে আসছে। ২০২২ সালে ইংল্যান্ড নারী ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর দেশটিতে নারীদের ফুটবলের জনপ্রিয়তা আরও বেড়ে যায়।
ফিফার এই ঘোষণার পর যুক্তরাজ্যের ফুটবল প্রশাসন ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। আয়োজক দেশগুলোর ফুটবল কর্তৃপক্ষ বিশ্বকাপ সফলভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে।
এদিকে, আগামী ২০২৭ নারী বিশ্বকাপের আয়োজক দেশ এখনও চূড়ান্ত হয়নি। তবে ব্রাজিল, জার্মানি–বেলজিয়াম–নেদারল্যান্ডস যৌথ বিড এবং যুক্তরাষ্ট্র–মেক্সিকোর যৌথ বিড নিয়ে প্রতিযোগিতা চলছে। অন্যদিকে, ২০৩১ বিশ্বকাপের আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রকে চূড়ান্ত করা হয়েছে।