ফেনীতে ১৭ কেজি গাঁজাসহ মো. শাকের (৩২) নামের রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব।
বুধবার (২৩ আগস্ট) রাতে নোয়াখালী–ফেনীগামী সড়কের মহিপাল থেকে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা।
আটক ব্যাক্তি কক্সবাজারের টেকনাফ থানার মোছনী আরআরসি ক্যাম্প, রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প ২৬ এর মো. হোসেনের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, কতিপয় মাদক কারবারী ফেনী–নোয়াখালী সড়কের মহিপাল রাস্তার উপর দুই বস্তা গাঁজা নিয়ে গাড়ীতে উঠার জন্য অবস্থান করছে। র্যাবের ওই স্থানে হাজির হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব শাকের‘কে আটক করে।
আটককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায়, দীর্ঘদিন যাবৎ সে সুকৌশলে ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে গাঁজা পরবর্তীতে চট্টগ্রাম, কক্সবাজারসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক কারবারী ও সেবনকারীদের নিকট অধিকমূল্যে বিক্রয় করে আসছে।
ফেনীস্থ র্যাবের কোম্পানী অধিনায়ক স্কোয়াডন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসএ/দীপ্ত নিউজ