ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে টানা তিনবারের মতো জয়ী হলেন টালি সুপারস্টার দেব ওরফে দীপক অধিকারী। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার ঘাটালে থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন এই অভিনেতা। ঘাটাল–ই থাকছে দীপক অধিকারী দেবের ভূমি।
মঙ্গলবার (৪ জুন) সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনার কাজ।
স্থানীয় সময় বিকাল ৪টা পর্যন্ত ঘাটাল লোকসভা কেন্দ্রে ১ লক্ষ ২০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূলের এই তারকা প্রার্থী।
এবার ঘাটালে ‘কাঁটা দিয়ে কাঁটা তোলা’র কৌশল নিয়েছিল বিজেপি। দেবের বিরুদ্ধে তারা দলের অভিনেতা–বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছিল। কিন্তু সেই চেষ্টা যে বিফলে গেল, তা মোটামুটি পরিষ্কার। আপাতত পার্শ্বচরিত্র হয়েই থেকে গেলেন হিরণ।
উল্লেখ্য, এর আগে ২০১৪ এবং ২০১৯, পর পর দু’বার ঘাটাল থেকে জিতেছেন দেব। গত বারের ভোটে বিজেপি প্রার্থী ভারতী ঘোষ হেরেছিলেন তার কাছে।
এসএ/দীপ্ত সংবাদ