হিজবুল্লাহর একের পর এক রকেট হামলায় দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল। বুধবার (৯ অক্টোবর) হিজবুল্লাহর রকেট বৃষ্টিতে ইসরাইলের উত্তরাঞ্চলে বাড়িঘরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এছাড়া বিভিন্ন জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে অব্যাহত হামলায় ইসরায়েলের হাইফা এলাকায় বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।
এদিন ইসরায়েলের হাইফাসহ আশপাশের এলাকায় বৃষ্টির মতো রকেট হামলা চালায় হিজবুল্লাহ। ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আইরন ডোম অধিকাংশ রকেট প্রতিহত করলেও বেশ কয়েকটি জায়গায় আগুন লাগে। এতে প্রাণহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় আবাসিক ভবন। হতাহতদের উদ্ধারে ছুটে আসে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। দীর্ঘ সময় ধরে চলে উদ্ধার কাজ। বিভিন্ন জায়গায় জ্বলতে থাকে আগুন।
এর আগে ৭ অক্টোবরও ইসরায়েলের বিভিন্ন জায়গায় রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এতে বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি রাস্তা–ঘাটসহ বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।