পরাজয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এবারের মৌসুম শুরু করলো ম্যানচেস্টার ইউনাইটেড। জার্মার ক্লাব বার্য়ান মিউনিখের কাছে তাদের পরাজয় ৪–৩ গোল ব্যবধানে।
এ‘ গ্রুপের মহারণে ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যানইউর বিপক্ষে, ৩২ মিনিটে জোড়া গোল ব্যবধানে এগিয়ে যায় বার্য়ান নিউনিখ।
বিরতির পডর গোল শোধ করে ম্যানচেস্টার ইউনাইটেড। এরপরই পেনাল্টি বার্য়ানের তৃতীয় গোল করেন হ্যারি কেইন। ৮৮ মিনিটে ক্যাসেমিরোর গোলে লড়াই চালিয়ে যাবার রশদ পায় ম্যানইউ। কিন্তু ইনজুরি সময়ে পরপার দুই গোল করে জয় তুলে নেয় স্বাগতিকরা।
সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের টানা তৃতীয় হার। যা ১৯৭৮ সালের পর এই প্রথম ঘটনা ইংলিশ ক্লাবটির জন্য।
এদিকে, সি‘ গ্রুপের ম্যাচে জার্মান ক্লাব ইউনিয়ন বার্লিনের ডেরায় ৩২বার আক্রমণ করেও গোল পায়নি রিয়াল মাদ্রিদ। নিশ্চিত ড্রয়ের দিকে যাওয়া ম্যাচের লাগান টানেন জুড বেলিংহ্যাম। ১–০ গোলের জয় পায় লসব্লাঙ্কোরা।
এসএ/দীপ্ত নিউজ