পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল করছেন শিয়া মুসলিমরা।
রবিবার (৬ জুলাই) সকাল ১০টার পর পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে মিছিলটি যাত্রা শুরু করে।
ইমাম হোসাইনের কারবালার প্রান্তরে শাহাদাতের স্মরণে আয়োজিত এই মিছিলে অংশ নেয় শিশু, কিশোর, নারী ও পুরুষ—সব বয়সি শিয়া সম্প্রদায়ের মানুষ।
সবাই কালো পোশাক পরে যোগ দেন মিছিলে। অনেকে ইমাম হোসাইন স্মরণে বুক চাপড়ে শোক প্রকাশ করেন। মুখে মুখে ধ্বনিত হয় ‘হায় হোসেন’, ‘হায় হোসেন’, ‘ইয়া হোসেন’, ‘ইয়া আব্বাস’
মিছিলে অংশ নেওয়া মোহাম্মদ সাকিল বলেন, এই দিনটি কেবল ইতিহাস নয়, আত্মত্যাগ ও ন্যায়বিচারের প্রতীক। ইমাম হোসেন জীবন থেকে আমরা ত্যাগ ও সত্যের পথে থাকার শিক্ষা পাই।
এসএ