বিজ্ঞাপন
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫

হায়ার হলো এশিয়া কাপ 2025-এর গোল্ড স্পনসর; গ্রাহকদের আরও কাছাকাছি ক্রিকেট

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিশ্বের শীর্ষস্থানীয় হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হায়ার, টানা ১৬ বছর ধরে রয়েছে প্রথম অবস্থানে। এবার তারা গর্বের সঙ্গে যুক্ত হলো এশিয়া কাপ ২০২৫এর গোল্ড স্পনসর হিসেবে। ক্রিকেট দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা, তাই এই অংশীদারিত্ব হায়ারের দীর্ঘমেয়াদী Sport-o-Tainment মার্কেটিং কৌশলের প্রতিফলন, যা তরুণ ও ক্রিকেটপ্রেমী গ্রাহকদের সঙ্গে তৈরি করবে গভীর সম্পর্ক।

এই অঞ্চলে ক্রিকেট শুধু একটি খেলা নয় এটি কোটি মানুষের আবেগ। এই আবেগকে সম্মান জানিয়ে, হায়ার নিয়মিত বিশ্বমানের ক্রীড়া আসরে বিনিয়োগ করে আসছে, যেন গ্রাহকদের জন্য আসে এক্সাইটমেন্ট, বিনোদন ও স্মরণীয় অভিজ্ঞতা। এশিয়া কাপ ২০২৫এর মাধ্যমে হায়ার আরও দৃঢ়ভাবে গ্রাহকদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে এবং ইনোভেটিভ ও consumer-first brand হিসেবে নিজের অবস্থানকে আরও শক্ত করবে, এমনটাই আশা করে প্রতিষ্ঠানটি ৷

এই স্পনসরশিপ এর অংশ হিসেবে হায়ার নিশ্চিত করেছে স্টেডিয়াম জুড়ে অনগ্রাউন্ড ভিজিবিলিটি– যেমন বাউন্ডারি লাইন ব্র্যান্ডিং, wicket mat, toss mat এবং বিগ স্ক্রিন অ্যাক্টিভেশন। এই সব টাপয়েন্ট হায়ার কে প্রতিটি রোমাঞ্চকর মুহূর্তে গ্রাহকদের চোখের সামনে নিয়ে আসবে।

বিশ্বব্যাপী হায়ার এর একটি সমৃদ্ধ স্পোর্টস মার্কেটিং পোর্টফোলিও রয়েছে, যেখানে অন্তর্ভুক্ত আছে বিশ্বের সেরা কিছু টুর্নামেন্ট আইপিএল, আইসিসি মেনস ওয়ার্ল্ড কাপ ২০২৪, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টেনিসের মর্যাদাপূর্ণ আসর যেমন রোলান্ড গ্যারোস, এটিপি, ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বেলডন।

এশিয়া কাপের মতো আইকনিক টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হয়ে হায়ার নিজেকে অ্যাপ্লায়েন্স ইন্ডাস্ট্রিতে আলাদা করে তুলেছে মানুষের হৃদয় জয় করে, ব্র্যান্ড লয়ালটি শক্ত করছে এবং এনগেজমেন্ট এর মাধ্যমে ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিত করছে। একইসঙ্গে হায়ার বাংলাদেশ এই স্পনসরশিপ উপলক্ষে চালু করবে নানা রকম সোশ্যাল মিডিয়া এসগেজমেন্ট এ্যাকটিভিটিজ, যেখানে গ্রাহকরা মজার উপায়ে এশিয়া কাপ উদযাপনের সুযোগ পাবেন।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More