রাশিয়া উপকূলে আঘাত হেনেছে ভয়াবহ ভূমিকম্প। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ৮। ভূমিকম্প আঘাত হানার পর যুক্তরাষ্ট্র, জাপান‘সহ একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
আর এর মধ্যেই যুক্তরাষ্ট্রের হাওয়াই বন্দর থেকে সব বাণিজ্যিক জাহাজ সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন কোস্টগার্ড।
বুধবার (৩০ জুলাই) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যম বলছে, সুনামি ঢেউ আঘাত হানার আশঙ্কায় হাওয়াই বন্দর থেকে সব বাণিজ্যিক বন্দর থেকে জাহাজ সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র কোস্টগার্ড।
হনলুলু কোস্টগার্ড ক্যাপ্টেন বাণিজ্যিক জাহাজগুলোকে দ্রুত বন্দর ছাড়ার নির্দেশ দিয়েছেন।
কোস্টগার্ড সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছে, “সব বন্দরেই বাহির থেকে আসা জাহাজ প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।”
উল্লেখ্য, রাশিয়া পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপের উপকূলে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়।
এসএ