দীর্ঘদিন পর বৃহৎ পরিসরে ছাত্রসমাবেশের কর্মসূচী ডাক দিয়ে হঠাৎ স্থগিত ঘোষণা করেছে ফেনী জেলা ছাত্রলীগ।
২২ জানুয়ারি সোমবার রাতে সংগঠনটির জেলা সভাপতি তোফায়েল আহাম্মদ তপু ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে ছাত্র সমাবেশ স্থগিতের কারণ ও নতুন তারিখ উল্লেখ না করে তারা জানিয়েছেন, “বাংলাদেশ ছাত্রলীগ ফেনী জেলা শাখার জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, পূর্বের ঘোষিত ৩ ফেব্রুয়ারি ২০২৪ অনুষ্ঠিতব্য ফেনী জেলা ছাত্রলীগের আয়োজনে ছাত্র সমাবেশ অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।“
ফেনী জেলা সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ জানান, ফেনী–২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী সিঙ্গাপুর থেকে দেশে ফিরলে পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এর আগে, ০৩ ফেব্রুয়ারি ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ছাত্র সমাবেশের কর্মসূচি ঘোষণা করে জেলা ছাত্রলীগ। এ সমাবেশে ফেনী–২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিলো। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।
আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ায় ছাত্র সমাজকে উদ্বুদ্ধ করতে এ সমাবেশ আহ্বান করা হয়েছিল বলে জানিয়েছেন ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমদ তপু।
মামুন / আল / দীপ্ত সংবাদ