সৌদি আরব পৌঁছনোর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে তিন দিনের সফর শুরু করলেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (১৩ মে) সৌদি আরব রাজধানী রিয়াদে অবতরণ করে ট্রাম্পকে বহনকারী বিমান ‘এয়ার ফোর্স ওয়ান‘। এসময় সৌদি বিমান বাহিনীর এফ–১৫ জেট বিমানগুলো পেছনে থেকে নিরাপত্তা ও সম্মান প্রদর্শন করেছে।
বিমানবন্দরে বেগুনি কার্পেট বিছিয়ে ডোনাল্ড ট্রাম্প‘কে সম্মাননা জানানো হয়। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তাকে স্বাগত জানান।
বিমান থেকে নামার পর ট্রাম্পকে রিয়াদ বিমানবন্দরের গ্র্যান্ড হলে নিয়ে যান প্রিন্স সালমান। যেখানে ট্রাম্প ও তার সহযোগীদের আরবের ঐতিহ্যগত কফি দেওয়া হয়।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট আজ (মঙ্গলবার) এবং আগামীকাল (বুধবার–১৪ মে) সৌদি আরব রাজধানী রিয়াদে কাটাবেন। তারপর উপসাগরীয় অঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ মিত্র– কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন।
এসএ