নারীদের জন্য প্রতিষ্ঠিত দেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঢাকার মাতুয়াইলে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বেলুন উড়িয়ে এই বর্ণিল আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পারভীন হাসান এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী জাহেদুল হাসান।
দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার প্রথম ভাগে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন গ্রামবাংলার হারিয়ে যাওয়া বিভিন্ন খেলায়, যা তাদের মধ্যে ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসা সৃষ্টি করে। উচ্ছ্বসিত শিক্ষার্থীরা অংশ নেন লং–রেঞ্জ, হাড়ি ভাঙা, বাস্কেটবল, মেমোরি রি–কলসহ আরও অনেক খেলায়। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষিকা এবং কর্মকর্তাদের জন্যও আয়োজন করা হয় নানা ধরনের খেলাধুলার।
দ্বিতীয় ভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। বিজয়ী শিক্ষার্থীদের উচ্ছ্বাস এবং সবার অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এসময় উপাচার্য ড. পারভীন হাসান বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নতুন বাংলাদেশের অগ্রগতিতে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।‘
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী জাহেদুল হাসান বলেন, ‘সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি দেশের অগ্রগতি এবং নারীদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আগামী দিনেও এই ইউনিভার্সিটি নারীর ক্ষমতায়নে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।‘
আয়োজকরা জানান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্দেশ্য হলো– বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য উন্নত করা ও তাদের মধ্যে টিম স্পিরিট তৈরি করা।