মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত

Avatar photoআল আমিন
প্রকাশ: সর্বশেষ সম্পাদনা:

বিশেষ আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। রবিবার (১৬ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ফল২০২৩ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ডেটা অ্যান্ড অ্যানালাইটিকস প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী জারা জাবিন মাহবুব। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন কাজী জাহেদুল হাসান, রেজিস্ট্রার জনাব ইলিয়াস আহমেদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকশিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ডেটা অ্যান্ড অ্যানালাইটিকস প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী জারা জাবিন মাহবুব জানান, প্রত্যেকেরই নিজেদের জীবনের লক্ষ্যে পৌছানোর জন্য পরিশ্রম করতে হবে। নিজের জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরার পাশাপাশি নানা ধরণের প্রতিবন্ধকতা জয় করার অনুপ্রেরণাও দেন তিনি।

নবীনবরণ অনুষ্ঠানে, শিক্ষার্থীদের লেখাপড়ার উপর গুরুত্ব দেয়ার পাশাপাশি সুজনশীলতা বিকাশের উপর জোর দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান। সেই সাথে শিক্ষার্থীদের সাফল্যমন্ডিত ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। ধন্যবাদ জানান অভিভাবকদের এ বিশ্ববিদ্যালয়ের ওপর আস্থা রাখার জন্য।

অপরদিকে শিক্ষার্থীদের স্বাবলম্বী হয়ে ওঠার ওপর জোর দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন কাজী জাহেদুল হাসান। নতুন ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য সুযোগ সুবিধা আরো বাড়বে বলে আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রেজিস্ট্রার জনাব ইলিয়াস আহমেদ। এরপর নবীনদের উদ্দেশ্যে বিভাগীয় নানা সুযোগ সুবিধার কথা তুলে ধরেন ইংলিশ ল্যাঙ্গয়েজ এন্ড লিটারেচার বিভাগের প্রধান জনাব আব্দুস সেলিম এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মোছা. শাহনাজ পারভীন। ।

ভিডিও বার্তায় বিভাগীয় পরিচিতি তুলে ধরেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান জনাব হাসান সিরাজী, স্যোশিওলজি এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপারসন ড. ফজিলা বানু লিলি। জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে ডিপার্টমেন্ট পরিচিতি তুলে ধরেন হাসিনুস সাবাহ্। অনুষ্ঠানে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথিকে বিশ্ববিদ্যালয়ের স্বারক এবং উত্তরীয় উপহার দেন উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান । শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।

 

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More