নোয়াখালীর সেনবাগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নগদ অর্থ ও উপহার বিতরণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ–সভাপতি, নোয়াখালী জেলা আ.লীগের সাবেক সহ–সভাপতি ও নোয়াখালী–২(সেনবাগ–সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক।
রবিবার (২২ অক্টোবর) দিনব্যাপী সেনবাগ ও সোনাইমুড়ীর বিভিন্ন পূজা মণ্ডপে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ উপহার বিতরণ করেন তিনি।
সেনবাগের ১৩টি পূজা মণ্ডপের প্রত্যেক মণ্ডপে ২০হাজার টাকা করে নগদ অর্থ ও ৫০ টি করে শাড়ী লুঙ্গি বিতরণ করেন তিনি।
সেনবাগের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময়ে করে নিরাপদভাবে সনাতন ধর্মাবলম্বীরা যেনো তাদেন সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালন করতে পারে সে জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, জাতির পিতার নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেয়। অনেক ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয় সোনার বাংলাদেশ। বঙ্গবন্ধুর একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ রেখে গেছেন, যার দলিল হচ্ছে সংবিধান।
তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান মানিক আরও বলেন, সংবিধানের ধর্মনিরপেক্ষতা ধর্মহীনতা নয়, সব ধর্মের মানুষ নিরাপদে নির্বিঘ্নে নিশ্চিন্তে উৎসবমুখর পরিবেশে ধর্ম পালন করবে এ অধিকার সংরক্ষিত আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নৌকা প্রতীকের প্রার্থীকে জয়যুক্ত করে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনবে বলে বিশ্বাস করি। সেই নৌকা প্রতীকের আশাবাদী আমিও। নেত্রী মনোনয়ন দিলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ