সিলেটে মাটি কাটার এক শ্রমিককে এসক্যাভেটর দিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার পীরেরচক বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আশিক মিয়া (৩৪) পীরেরচক কুশিরগুল গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
ঘটনার পর থেকে তাঁর সহকর্মী দুই শ্রমিক পলাতক রয়েছেন। পলাতকরা হলেন: পীরেরচক গ্রামের মনহর আলী মনু মিয়ার ছেলে ইসরাব আলী (৫০) ও মাহমুদ হোসেন (৪৫)।
এ ঘটনায় আশিকের ছোট ভাই মাসুক মিয়া বাদী হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ থানায় মামলা দায়ের করেছেন। মামলায় এ দুজনসহ একই এলাকার খুরশেদ আলম (৩৫) নামের অপর একজনকে আসামি করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।
ওসি আনিসুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি খুনের ঘটনা। মাটি কাটার মেশিন (এসক্যাভেটর) দিয়ে ওই শ্রমিকের বুকে আঘাত করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার বুকে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। পুরো বিষয় জানতে কাজ করছে পুলিশ।
তিনি আরও বলেন, এ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই। স্থানীয়রা আশিকের দেহ ওই জায়গায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে আশিকের দুই সহকর্মী পলাতক রয়েছেন।
ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।
এমি/দীপ্ত