ভাষা সৈনিক মোতাহার হোসেন তালুকদার যুব পরিষদের উদ্যোগে প্রায় ১০০জন দুস্ত ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর ) দুপুর ২টায় সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের রেনেসাঁ ক্লাবের হলরুমে এ সেলাই মেশিনগুলো বিতরণ করা হয় ।
সেলাই মেশিন বিতরণ কালে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান, মোতাহার হোসেন তালুকদার যুব পরিষদের প্রধান উপদেষ্টা শামীম তালুকদার লাবু ও সাধারণ সম্পাদক করিম মুন্সীসহ আ.লীগের বিভিন্ন নেতৃবৃন্দ ।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান বলেন, ভাষা সৈনিক মোতাহার হোসেন তালুকদার সব সময় অসহায় মানুষের পাশে ছিলেন। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরাও মানুষের পাশে দাঁড়াতে চাই। তাই তার নামে প্রতিষ্ঠিত মোতাহার হোসেন যুব পরিষদ মানুষের কল্যাণে কাজ করে যাবে ।
আরও পড়ুন: সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে পুলিশ কনস্টেবলের যাবজ্জীবন
এসএ/দীপ্ত নিউজ