খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৯৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ‘রক্তাক্ত কুয়েট‘ শীর্ষক চিত্র প্রদর্শনীর পর শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে ভিসি প্রফেসর ড. মোহাম্মদ মাছুদের বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।
প্রদর্শনীর পর এক ঘোষণায় কুয়েট শিক্ষার্থীরা বলেন, “আমাদের মূলত দাবি ছিল ৬টি। এই দাবির মধ্যে সিন্ডিকেট সভা কিছু দাবি কৌশলে এড়িয়ে গেছে। যার সঙ্গে শিক্ষার্থীরা কোনোভাবেই একমত নয়। তাই দাবি না আদায় পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।”
রাত ৮টার দিকে ভিসির বাসভবনে তালা ঝুলিয়ে দিয়ে শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের বিরুদ্ধে উপাচার্যকে নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা তাকে যথাযথ সম্মান দিয়েছি। কেউ প্রমাণ দিতে পারবে না যে আমরা তার গায়ে হাত তুলেছি।
তারা আরও বলেন, ‘সিন্ডিকেট সভায় ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা এখনও কার্যকর করা হয়নি। তাই এ বিষয়টি প্রশাসনিক অধ্যাদেশে গুরুত্বের সঙ্গে কার্যকর করতে হবে।”
উল্লেখ্য, কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি ঘিরে গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এসএ