শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যেসব করপোরেট প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা সিন্ডিকেটে জড়িত প্রয়োজনে বিশেষ ক্ষমতা আইনে তাদের গ্রেপ্তার করা হবে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ব্যবসায়ীদের সতর্ক করে এসব কথা বলেন তিনি।
শ্রম উপদেষ্টা বলেন, ‘বন্যার কারণে শাক–সবজির দাম বৃদ্ধি পেয়েছে। অন্যান্য পণ্যের দাম বাড়ার ক্ষেত্রে দায়ী সিন্ডিকেট। ভোক্তা অধিকার আইনে জেল জরিমানার বিধান শক্তিশালী না। তার জন্য সরকারকে হার্ডলাইনে যেতে হবে। দাম বৃদ্ধির জন্য দায়ী কিছু করপোরেট প্রতিষ্ঠান। তাদের বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হবে।’
উপদেষ্টা আরও বলেন, ‘যারা আগে বাজার সিন্ডিকেটে ছিল তারাই রয়ে গেছে। তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছে। তাদের নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করতে হবে। স্থানীয় পর্যায়ে যারা চাঁদাবাজি করছে তাদের অনেক জায়গায় গ্রেপ্তার করা হচ্ছে।’