হঠাৎ সিংহাসন ছাড়ার ঘোষণা দিয়েছেন ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেটা।
নববর্ষ উপলক্ষে প্রতিবছর জনগণের উদ্দেশে ভাষণ দেন রানি মার্গারেটা। গতকাল রবিবার (৩১ ডিসেম্বর) টেলিভিশনে নতুন বছরের ভাষণ দিতে গিয়ে, এ ঘোষণা দেন তিনি।
মার্গারেটার স্থলাভিষিক্ত হবেন তাঁর ছেলে যুবরাজ ফ্রেডেরিক।
১৪ জানুয়ারি সিংহাসন ছাড়বেন ৮৩ বছর বয়সী রানি মার্গারেটা। তিনি ৫২ বছর ধরে দায়িত্ব পালন করছেন। ১৯৭২ সালের ১৪ জানুয়ারি তিনি দায়িত্ব নিয়েছিলেন। তখন তার বয়স ছিল ৩১ বছর।
২০২২ সালের সেপ্টেম্বরে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তিনি ইউরোপের দেশগুলোয় সবচেয়ে বেশি দিন সিংহাসনে থাকা রাষ্ট্রপ্রধান।
ডেনমার্কে সংসদীয় শাসনব্যবস্থা চালু রয়েছে। আনুষ্ঠানিক ক্ষমতা নির্বাচিত সরকারের হাতে। সরকারপ্রধান প্রধানমন্ত্রী। রাজপরিবারের ক্ষমতার চর্চা ঐতিহ্য আর আনুষ্ঠানিকতায় সীমিত। দেশটিতে জনপ্রিয় শাসকদের একজন রানি মার্গারেটা।
এসএ/দীপ্ত নিউজ