দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালনকালে মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়ে শাহাদতবরণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বীর সৈনিক নায়েক আকতার হোসেন। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
শনিবার (১ নভেম্বর) সকালে সিএমএইচ থেকে বিজিবির হেলিকপ্টারযোগে তার মরদেহ ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর গ্রামে নেয়া হয়। পরে নামাজে জানাজা শেষে সামরিক মর্যাদায় দাফন করা হয়।
বিজিবি জানায়, গত ১২ অক্টোবর সকালে বাংলাদেশ–মিয়ানমার সীমান্তের রেজুআমতলী এলাকার পেয়ারাবুনিয়া সীমান্তে দায়িত্ব পালনকালে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (AA) পুঁতে রাখা মাইন বিস্ফোরণে নায়েক আকতার হোসেন মারাত্মকভাবে আহত হন। পরে তাকে রামু সেনানিবাসের সিএমএইচে চিকিৎসা দেয়া হয় এবং পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়।
বিজিবি জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় জীবন উৎসর্গ করে নায়েক আকতার হোসেন যে বীরত্ব ও ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিজিবি পরিবার তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।