২
দেশের সামগ্রিক উন্নয়ন করতে হলে সবার আগে গ্রামের উন্নয়নে পদক্ষেপ নিতে হবে। নইলে টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর কাপাসিয়ার উলুসারায় মাস্টার বাড়িতে স্থানীয়দের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সময়ের আলোর সাংবাদিক সাব্বির আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে মঈন খান বলেন, রাজনৈতিক ব্যক্তিদের দুর্নীতি পরায়ণ মানসিকতা পরিহার করতে হবে।
অনুষ্ঠান শেষে সুবিধাবঞ্চিত স্থানীয়দের হাতে শীতবস্ত্র তুলে দেন মঈন খান।
এসএ