সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন–অর–রশীদ মারা গেছেন। সোমবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ–কমিশনার (ডিসি) মো. আলমগীর হোসেন জানান, এম হারুন–অর–রশীদ রবিবার রাতে চট্টগ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেন এবং পরে চট্টগ্রাম ক্লাবে রাত্রীযাপন করেন। সোমবার সকালে তার একটি নির্ধারিত মিটিং ছিল। কিন্তু বারবার ফোন করেও তার কোনো সাড়া না পেয়ে সংশ্লিষ্টরা ক্লাব কর্তৃপক্ষকে বিষয়টি জানান।
এরপর ক্লাবের কর্মীরা তার কক্ষে (ক্লাবের ৩০৮ নম্বর রুম) গিয়ে দরজায় নক করেন। কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে বারান্দার গ্লাসের দরজা ভেঙে ঘরে প্রবেশ করা হয়। সেখানেই বিছানার ওপর তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
ডিসি আলমগীর আরও জানান, প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ, সিআইডির ক্রাইম সিন ইউনিটসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা উপস্থিত রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। পরিবারের অনুমতি সাপেক্ষে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হতে পারে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন–অর–রশীদ ২০০০ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। অবসর গ্রহণের পর তিনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।