মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

সাতক্ষীরায় ৫০০ লিটার ভেজাল মধুসহ দুই ভাই গ্রেফতার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সাতক্ষীরার শ্যামনগরে চিনি ও রাসায়নিক দ্রব্য মিশ্রিত ৫০০ লিটার ভেজাল মধু জব্দ করেছে পুলিশ। এ সময় ভেজাল মধু তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করা হয়। সোমবার (২৭ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন: শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর গ্রামের যতীন্দ্রনাথ মণ্ডলের ছেলে বিজয় কুমার মণ্ডল (৫৭) ও বিমল মণ্ডল (৫৫)।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল জানান, চিনি ও বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে ভেজাল মধু তৈরি করে বাজারজাত করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে উপপরিদর্শক সাখায়েতুল ইসলামের নেতৃত্বে পুলিশ যতীন্দ্রনগর গ্রামের বিজয় কুমার মণ্ডল ও বিমল মণ্ডলের বাড়িতে অভিযান চালায়। এ সময় বিজয় মণ্ডলের বাড়ি থেকে ৫০০ লিটার ভেজাল মধু জব্দ করা হয়। এ সময় ভেজাল মধু তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ দুই ভাইকে গ্রেফতার করা হয়। তবে কৌশলে পালিয়ে যায় বিমল মণ্ডলের ছেলে বাবু মণ্ডল।

এ ঘটনায় উপপরিদর্শক সাখায়েতুল ইসলাম বাদি হয়ে বিজয় মণ্ডল, বিমল মণ্ডল ও বাবু মণ্ডলের নাম উলে­খ করে মঙ্গলবার থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছেন। গ্রেফতারদের মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

এমি/দীপ্ত

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More