সাতক্ষীরায় মাত্র ১০টাকায় মিলছে চিকিৎসাপত্র। কাজটি করছেন গরীবের ডাক্তার নামে পরিচিত মোহাম্মদ এবাদুল্লাহ। ৪৩ বছর ধরে তিনি বিনা মূল্যে বা নামমাত্র ফি’তে সেবা দিচ্ছেন। প্রতিদিন ১০০ জনের মতো রোগী দেখেন সাবেক এই সিভিল সার্জন।
সাতক্ষীরা শহরের নওয়াব মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টারে রোগীর উপচে পড়া ভিড়। সবাই জড়ো হয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এবাদুল্লার সাক্ষাতের জন্য। নামমাত্র ফি’তে রোগী দেখছেন সাবেক এই সিভিল সার্জন। দীর্ঘদিন ধরে এভাবে তিনি গরিব মানুষকে সেবা দিচ্ছেন।
সপ্তাহের প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত রোগী দেখেন এবাদুল্লাহ।সাতক্ষীরার বাইরে থেকেও আসেন অসংখ্য রোগী। ১০ টাকায় চিকিৎসাপত্র পেয়ে খুশি তারা।
১৯৭৯ সালে রাজশাহী মেডিকল কলেজ থেকে এমবিবিএস পাস করেন এবাদুল্লাহ। ২০১০ সালে অবসরে যাওয়ার আগে, তিনি সাতক্ষীরার সিভিল সার্জন ছিলেন।