‘সুন্দরবনকে ভালোবাসুন, ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস ঘোষণা করুন‘ এ শ্লোগানকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হয়েছে ‘সুন্দরবন দিবস‘।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শহরের মিনি মার্কেট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশের উপকূলীয় এলাকাবাসীদের প্রাকৃতিক দূর্যোগ থেকে মায়ের মতো আগলে রেখেছে। সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ ও বিশ্ব ঐতিহ্য। সুন্দরবন সংলগ্ন এলাকায় শিল্প স্থাপনা নির্মাণ বন্ধ করতে হবে ও সুন্দরবনের ওপর নির্ভরশীল মানুষকে সচেতন করতে হবে।
আরও পড়ুন: সুন্দরবনে মৃত বাঘ উদ্ধার
২০০১ সালে খুলনায় প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ। সেই থেকে ১৪ ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস হিসেবে পালন করা হয়।
এদিকে শ্যামনগরের হরিনগরে মালঞ্চ নদীর তীরে শরুর ইয়ুথ টিমের আয়োজনে সুন্দরবন দিবস উপলক্ষে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন শরুর ইয়ুথ টিমের পরিচালক এস এম জয়নুজা নাঈম ও শুভঙ্কর সরকারসহ অনেকে।