চেতনানাশক স্প্রে করে চুরির অভিযোগে অজ্ঞান পার্টির তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে খুলনা, যশোর ও সাতক্ষীরা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। রবিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় সাতক্ষীরা পুলিশ লাইনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।
গ্রেফতাররা হলেন: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চৌবাড়িয়া গ্রামের আবুল খায়ের মিস্ত্রী ওরফে বাবু (৩৫), তার স্ত্রী আয়েশা খাতুন (২৭) ও সহযোগী সদর উপজেলার খানপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাগর হোসেন (২৫)।
তিনি বলেন, সাতক্ষীরা সদর থানা এলাকা ও আলীপুর ইউনিয়নে চুরির ঘটনার পর ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, অজ্ঞান পার্টির সদস্য আবুল খায়ের বাবু গ্রেফতার হওয়ার পর তার স্বীকারোক্তি অনুযায়ী আয়েশা ও সাগরকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া জবানবন্দি অনুযায়ী কালিগঞ্জের চৌবাড়িয়া থেকে একটি স্বর্ণের আংটি,এক বোতল চেতনানাশক তরল পদার্থ, চেতনানাশক গুড়ো ও তালা ভাঙার কাজে ব্যবহৃত পোর্টেবল গ্যাস রেঞ্চ জব্দ করা হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২০টি মামলা রয়েছে। তাদেরকে রবিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এমি/দীপ্ত