স্বল্প সময়ে বেশি লাভ হওয়ায়, সরিষা চাষে ঝুঁকছেন কুড়িগ্রামের কৃষকরা। ওই জেলায় গতবারের চেয়ে এবার চার হাজার হেক্টর বেশি জমিতে এই তেলবীজ চাষ হয়েছে।
কুড়িগ্রামের চরাঞ্চলসহ বিভিন্ন এলাকার মাঠ ছেয়ে গেছে সরিষার ফুলে। আমন ধান কাটার পর, সরিষার আবাদ করেছেন অনেকে। দুই মাসের মধ্যে ফলন ঘরে তুলে, একই জমিতে আবার বোরো ধান রোপন করবেন তারা।
নদী তীরবর্তী এলাকা ও চরের পলিমিশ্রিত জমি সরিষা চাষের বেশ উপযোগী। সেচ ও সারসহ অন্যন্য খরচ কম হওয়ায়, এটি চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা।
দেশে ভোজ্য তেলের ঘাটতি মেটাতে, সরিষাসহ তেলবীজ জাতীয় ফসল উৎপাদনে চাষিদের পাশে থাকার কথা জানায় কৃষি বিভাগ। চলতি মৌসুমে কুড়িগ্রামে ১৬ হাজার ৪শ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, যা গত বছরের চেয়ে ৪ হাজার হেক্টর বেশি।