প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘সরকারের সদিচ্ছা ছাড়া নির্বাচন কমিশনের পক্ষে জাতীয় নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয়।‘
সোমবার (১৫ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় পার্টি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘সরকারের সদিচ্ছা ছাড়া জাতীয় নির্বাচন কোনোভাবেই অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব নয় তবে, সব মহলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছেন তারা।‘
৫ সিটি করপোরেশনের নির্বাচন সামনে রেখে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশনে আসে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ কর্মকর্তাদের সাথে বৈঠকে জাতীয় পার্টির মহাসচিব সিটি নির্বাচন নিয়ে বেশ কয়েকটি অভিযোগ ও দাবি উত্থাপন করেন।
এসময় সিইসি বলেন, শান্তিপূর্ণ সিটি নির্বাচন নিশ্চিতে কমিশন সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে।
আগামী জাতীয় নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, একটি গ্রহণযোগ্য ভোটে সরকারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেকোনো মূল্যে অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজন করাই কমিশনের মূল উদ্দেশ্য।
আফ/দীপ্ত সংবাদ