বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
বুধবার, অক্টোবর ১৫, ২০২৫

সরকারের উন্নয়ন যারা স্বীকার করে না তারা বুদ্ধি প্রতিবন্ধী: হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, সম্প্রতি বিএনপি নেতা মির্জা ফখরুলের বক্তব্য শুনে মনে হয়, আন্দোলন, সংগ্রাম করে ব্যার্থ হওয়ার কারণে তাদের মস্তিষ্কের পুরোটাই নষ্ট হয়ে গেছে। তাঁর মাথা ঠিক আছে কিনা এটা পরীক্ষা করে দেখার দরকার। এই সরকার জনগণের জন্য কিছু করে নাই এবং সরকারের উন্নয়ন যারা স্বীকার করে না এই কথা যারা বলে তারা হয় অন্ধ অথবা তারা বুদ্ধি প্রতিবন্ধী।

তিনি বলেন, বিএনপি নেতা তারেক রহমান লন্ডনে বসে বলেছেন বাংলাদেশকে পিছিয়ে দিতে হবে। যারা দেশকে পিছনে নেয়ার কথা বলে তাদের কাছে দেশের উন্নয়ন অগ্রগতি কখনোই ভালো লাগবে না।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক সমাজের ভূমিকা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

হানিফ বলেন, কোন একটি রাজনৈতিক দলের অংশ নেয়া বা না নেয়ার উপরে নির্বাচনের কিছু আসে যায় না। একটা রাজনৈতিক দল অংশ নেবে না বলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না সেটা বলার কোন সুযোগ নাই। কারণ এই দেশে নিবন্ধিত অনেক রাজনৈতিক দল আছে, যারা নির্বাচনে অংশ নেওয়ার মতো সক্ষমতা রাখে। সে কারণে এতগুলো নিবন্ধিত দলের মধ্যে যদি কোন একটা বা দুটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করে, এতে মনে হয় না নির্বাচনের ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হবে।

বাংলাদেশ আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ উপকমিটির সদস্য এবং ঝাউদিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নুর জাহান শারমীন এর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া৪ আসনের এমপি সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা।

এসময় জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকশিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More