সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়াসহ সকল শ্রেণির নারীরা যেন বিনামূল্যে যেকোন সেবা গ্রহণ করে নিজেদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত ও স্বাবলম্বী করতে পারেন সে মিশন গ্রহণ করেছে সরকার। ‘শেখ হাসিনার বার্তা, নারী–পুরুষ সমতা‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তাই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে দেশের প্রতিটি উপজেলায় জাতীয় মহিলা সংস্থার মাধ্যমে চালু করা হয়েছে ‘তথ্য আপা‘ কেন্দ্র।
দেশের প্রতিটি ঘরে ঘরে নারীদের কাছে গিয়ে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে তথ্যসেবা পৌছে দেয়ার মাধ্যমে গ্রামীণ নারীদের দৈনন্দিন সমস্যা সমাধানে কাজ করে আসছে তথ্য আপা। প্রকল্পটির ২য় পর্যায়ের অংশ হিসেবে নওগাঁর রাণীনগর উপজেলায় ২০১৮ সালের নভেম্বর মাসে তথ্য আপা কেন্দ্র তার কার্যক্রম শুরু করে। এ পর্যন্ত উপজেলার ২৯ হাজারের বেশি সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া নারীরা সেবা গ্রহণ করেছে।
উপজেলা তথ্য আপার কেন্দ্র থেকে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে কি কি তথ্য সেবা পাওয়া যায় নারীরা ঘরে বসে তা সহজেই পেতে পারেন।
উপজেলা তথ্যকেন্দ্রের কর্মকর্তা (তথ্য আপা) জেবুন নেছা বলেন এই প্রকল্পটি চলতি বছরের জুন মাসে শেষ হচ্ছে।
নওগাঁ–৬ (আত্রাই–রাণীনগর) আসনের সংসদ সদস্য মো.আনোয়ার হোসেন হেলাল বলেন, ‘সরকারের অত্যন্ত সফল এক পদক্ষেপ এই তথ্য আপা প্রকল্পটি। আগামীতেও নারীদের এগিয়ে নিতে প্রকল্প হিসেবে নয় রাজস্ব খাতের আওতায় এনে স্থায়ী ভাবে সেবা প্রদাণের জন্য সংশ্লিষ্ট কর্তাদের লিখিত ও মৌখিক ভাবে জানাবো।’
আব্দুর রউফ রিপন/এমি/দীপ্ত নিউজ