সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। একইসাথে বিদেশি পর্যবেক্ষকদের অবাধ বিচরণও চায় তারা। নির্বাচন কমিশনের সাথে বৈঠকে এসব কথা বলে ইইউ’র প্রতিনিধি দল। সিইসি কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে বিভেদ রয়েছে।
আগামী বছরের জানুয়ারিতে হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরইমধ্যে রোডম্যাপ ও খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে, কমিশন।ভোট সামনে রেখে, তোড়জোড় শুরু করেছে রাজনৈতিক দলগুলো। ভোটের প্রস্তুতির অগ্রগতি জানতে, বুধবার নির্বাচন কমিশনে আসে, ইউরোপীয় ইউনিয়নের ১১ সদস্যের প্রতিনিধি দল। নেতৃত্ব দেন, ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি।
কমিশনের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক শেষে, গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইইউ রাষ্ট্রদূত।
ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি বলেন “আসছে পার্লামেন্ট নির্বাচনে আমরা বিদেশি পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারে খুব আগ্রহী। বিষয়টি কমিশনকে জানিয়েছি। আমরা সবাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই, যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে”
সব দলের অংশগ্রহণের বিষয়ে কমিশনের অবস্থান তুলে ধরেন, সিইসি। তিনি জানান, বৈঠক ইভিএম নিয়েও আলোচনা হয়েছে। বিদেশি পর্যবেক্ষকদের ব্যাপারে উদার কমিশন।
সিইসি বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক হলে চমৎকার প্রতিদ্বন্দ্বিতা হবে। এর জন্য কমিশন পুরোপুরি প্রস্তুত।