সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ানশিপের ফাইনালে আজ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়।
আরো একটি শিরোপা নিজেদের করতে মাঠে নামবে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা, প্রতিপক্ষ নেপাল। আসরে নিজেদের প্রথম ম্যাচে এই দলকে ৩-১ গোলে হারায় স্বাগতিকরা। এই জয় ফাইনালে আত্মবিশ্বাস যোগাবে। বুধবার সংবাদ সম্মেলনে এমনটাই বললেন দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশের অধিনায়ক।
মঙ্গলবার অধিনায়ক শামসুন্নাহার জুনিয়রের হ্যাটট্রিক এবং আকলিমা খাতুনের জোড়া গোলে ভুটানকে ৫-০ ব্যবধানে হারিয়ে শীর্ষ দল হিসেবে সাফ অনুর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। লিগের তিন ম্যাচ থেকে সাত পয়েন্ট লাভ করেছে তারা। লিগ পর্বের প্রথম ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারানোর পর ভারতের সঙ্গে গোলশুন্য ড্র করেছিল স্বাগতিকরা। ফলে ভুটানের বিপক্ষে গতকালের জয় গ্রুপ সেরার আসনে পৌঁছে দেয় স্বাগতিক বাংলাদেশকে।
একই দিন অনুষ্ঠিত আরেক ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়ে সর্বমোট ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হিসেবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নেপাল। লিগ পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের কাছে হেরে গেলেও পরের ম্যাচে ভুটানকে ৪-০ গোলে এবং ভারতকে ৩-১ গোলে হারিয়ে ছয় পয়েন্ট সংগ্রহ করে তালিকার দ্বিতীয় স্থান নিশ্চিত করে হিমালয় কন্যারা।
নেপালের কোচ অতীতের হারকে শক্তিতে পরিণত করতে চান। তিনি বলেন “সাফ পরাজয়ের প্রতিশোধ নিতে উন্মুখ হয়ে আছি। বাংলাদেশ দলের দুর্বল জায়গাগুলো সম্পর্কে আমরা অবগত। পরিকল্পনামতো খেলতে পারলে শিরোপা জয়ে কোনো বাধা থাকবে না।”
অন্যদিকে আগের তিন ম্যাচের চেয়ে আরো বেশি আক্রমণাত্মক ফুটবল খেলার বার্তা দিলেন বাংলাদেশ দলের কান্ডারি।