দ্বাদশ জাতীয় সংসদে নারী সরক্ষিত আসনের মনোনয়নপত্র যাচাই–বাছাই শুরু হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও কমিশনের যুগ্ম সচিব মো. মনিরুজ্জামান যাচাই–বাছাইয়ের নেতৃত্ব দিচ্ছেন।
জানা গেছে, এখন পর্যন্ত কেউ বাদ পড়েননি। তপশিল অনুযায়ী মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) পর্যন্ত মনোনয়নপত্র বাছাই চলবে। আগামী ২৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এরপর বৈধ প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
আরও পড়ুন: নওগাঁ–২ আসনে নৌকার প্রার্থী শহীদুজ্জামান বিজয়ী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুস জয় পাওয়া আওয়ামী লীগ, স্বতন্ত্র ও ১৪ দলীয় জোট নিয়ে ৪৮ আসনে মনোনয়ন দেয়। দুটিতে মনোনয়ন দেয় জাতীয় পার্টি। জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৫০।