মে দিবস উপলক্ষে চলমান দাবদাহে পেটের তাগিদে রাস্তায় বের হওয়া শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি, শরবত ও খাবার স্যালাইন বিতরণ করেছে ‘ইয়ুথ এক্সপ্রেস বাংলাদেশ’।
বুধবার (১ মে) দুপুর ১২টায় রাজধানীর রামপুরা ব্রিজ সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এদিকে তীব্র গরমে বিশুদ্ধ ও শরবত পেয়ে খুশি শ্রমজীবীরা।
ইয়ুথ এক্সপ্রেস বাংলাদেশের প্রেসিডেন্ট রাগীব হাসান বলেন, দাবদাহে শ্রমিকদের কর্মঘণ্টা কমানো এবং আর্থিক সুযোগ বৃদ্ধি করা এখন সময়ের প্রয়োজন। অতিরিক্ত গরমে যখন বের হওয়াই দায়; তখন জীবিকার তাগিদে শ্রমজীবীদের বের হতে হচ্ছে। তাদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ইয়ুথ এক্সপ্রেসের সদস্য সাজিদুল ইসলাম চৌধুরী, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ইউনিটের সদস্য নওশিন উর্বি, ইমরান হাবিব, শেখ রাকিব, সাকিক আরেফিনসহ অন্যারা।