আইরিশদের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে রানের পাহাড় গড়লেও শেষ টি-টোয়েন্টিতে টাইগাররা গুটিয়ে গেছে অল্প রানে। শুক্রবার (৩১ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে মাত্র ১২৪ রান তুলতে সমর্থ হয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে একাই লড়াই করেছেন তরুণ ব্যাটার শামীম হোসেন পাটোয়ারী।
বাংলাদেশের শুরুটাই হয়েছিল চরম বাজে। ৪১ রানেই হারায় ৫ উইকেট। সাজঘরে ফিরে যান লিটন দাস (৫), নাজমুল হোসেন শান্ত (৪), রনি তালুকদার (১৪), অধিনায়ক সাকিব আল হাসান (৬) ও তাওহীদ হৃদয় (১২)। দলীয় ৬১ রানে পড়ে আরো দুই উইকেট। ৬১ রানে ৭ উইকেট হারানোর পর টেলঅ্যান্ডারদের নিয়ে লড়াই করেন শামীম। খেলেন ৪২ বলে ২ ছক্কা ও ৫ চারে ৫১ রানের ইনিংস।
১৭ বলে ১৩ রান করে শামীমকে ভালোই সঙ্গ দেন নাসুম আহমেদ। অভিষেক ম্যাচে ৭ বলে ৮ রান করেন লেগস্পিনার রিশাদ আহমেদ। আইরিশদের পক্ষে মার্ক অ্যাডায়ের ৪ ওভারে ২৫ রানে তিন উইকেট নেন। ম্যাথেও হুমফ্রেসের শিকার দুই উইকেট। উল্লেখ্য যে, প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।
এমি/দীপ্ত