নবম আসর শেষ হওয়ার আগেই শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানায় বিপিএল। এ নিয়ে ছিল নানা আয়োজন।
আগামী ২১শে ফ্রেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কিন্তু তার আগেই শেষ হয়ে যাবে বিপিএল। তাই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবারকে বেছে নিয়েছে বিসিবি।
দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় রংপুর ও কুমিল্লা। ম্যাচ শুরুর আগেই ধারাভাষ্যকারদের পরনে দেখা যায় বাংলা বর্ণমালা লেখা পাঞ্জাবি। খেলোয়াড় ও আম্পায়ারদের হাতে বাহুবন্ধনী ছিল। টস হওয়ার পর সাউথ আফ্রিকার এইচডি অ্যাকারম্যান ইমরুল কায়েসের সঙ্গে ১৯৫২ সালের গৌরবজ্জল ইতিহাস নিয়ে কথা বলেন। ধারাভাষ্যকাররা ম্যাচের বিভিন্ন সময়ে বাংলায় কথা বলেন। একটি দুইটি করে বাংলা শব্দ শোনা গেছে কার্টলি অ্যামব্রোসদের মুখেও।
শুধু তাই নয়, ম্যাচের মাঝে উপস্থাপকরা বাংলায় সাক্ষাতকার নেন। এছাড়া ম্যাচ চলার সময়ে স্টেডিয়ামের এলইডি স্ক্রিনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।